আমি
- রুহুল আমীন দুর্জয় ০৬-০৫-২০২৪

আমি দুর্জয়,
আমি মহা প্রলয়,
আমি নির্ভীক কবি।

আমি পরতে পরতে,
মায়াময় জগতে,
সত্যের আকিঁ ছবি।

আমি দুর্লভ,
আমি সৌরভ,
আমি পুষ্পের লাল পাপড়ী।

আমি আধারের
জমিনে,
আলোময় ময়দানে,
সাহসী বীর সোয়ারী।

আমি আকাশ,
আমি বাতাস,
আমি প্রভাতের উজ্বল রবি।

নাস্তিক কবিময়
দেশে,
সত্যের বেশে,
আমি সর্বশ্রেষ্ট কবি।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

ruhulamin
১১-০৮-২০১৫ ০০:২৮ মিঃ

nc poem.

ruhulamin
০৬-০৮-২০১৫ ০৬:২৯ মিঃ

Very nice poem